রাউজানে কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরন

রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৩শত ৫০ জন কৃষকের মধ্যে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আউশ, ৪৮, ১৬, ২৬ জাতের বীজ ও ডি, এমপি, এম ও পি সার বিতরন করেন । প্রত্যক কৃষককে ৫ কেজি আঊশ ধানের বীজ, ২০ কেজি ডি, এম,পি, ১০ কেজি এম ও পি সার প্রদান করা হয় । করেনা ভাইরাসের কারনে আইশ ধানের বীজ, সার জীপ গাড়ীতে করে কৃষকদের ঘরে ঘরে গিয়ে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পৌছে দেয় । গতকাল ২০ এপ্রিল সোমবার সকালে রাউজানে কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, সীকু কুমার বড়ুয়া, দিদারুল আলম, সঞ্জয় চন্দ প্রমুখ । অপর দিকে রাউজানে ৬০ জন কৃষককে মাল্টা চাষ করার জন্য ৩ হাজার ১শত ৮০টি মাল্টা গাছের চারা ও সার কৃষি উপকরন বিতরন করেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ।