প্রথম দুই ঘণ্টায় ফটিকছড়িতে ৬ ও হাটহাজারীতে ৮ শতাংশ ভোট

উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনের প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৬ শতাংশ। এছাড়া হাটহাজারীতে একই সময়ে ভোট পড়ে মাত্র ৮ শতাংশ।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচন কমিশনের স্মার্ট অ্যাপের তথ্যানুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত হাটহাজারী ১০৬টি কেন্দ্রের বিপরীতে ৪০ কেন্দ্রের প্রদত্ত ভোটের হার মাত্র ১৮ শতাংশ।
এছাড়া এই উপজেলায় সকাল ১০টা পর্যন্ত ৪৭ কেন্দ্রে ৮ শতাংশ ভোট পড়ে।

অন্যদিকে, একই অবস্থা ফটিকছড়ি উপজেলায়ও। এ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত ১৪২ কেন্দ্রের বিপরীতে ৯৫টি কেন্দ্রো প্রদত্ত ভোটের হার ছিল ১৪ শতাংশ। এ উপজেলায় প্রথম দুই ঘন্টায় ভোট ১১০টি কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ছিল মাত্র ৬ শতাংশ।

তিন উপজেলার মধ্যে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় সবকটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও রাঙ্গুনিয়া অনুষ্ঠিত হচ্ছে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। এ উপজেলাও দুপুর ১২টা পর্যন্ত ৯৫টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্র প্রদত্ত ভোটের হার মাত্র ৯ শতাংশ।

এদিকে, সরেজমিনে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত খুবই কম। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিচ্ছেন সাধারণ ভোটাররা।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কেন্দ্র পরিদর্শনে আসা ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বখতেয়ার সাঈদ ইরান। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। গরমের কারণে হয়তো অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। বেলা বাড়লে হয়তো ভোটার বাড়তে পারে।

এবারে দ্বিতীয় ধাপের নির্বাচনে তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪জন। এর মধ্যে হাটহাজারী উপজেলায় ৩ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন এবং নারী ভোটার রয়েছে ১লাখ ৭০ হাজার ৮০৫জন। অন্যদিকে ফটিকছড়ি উপজেলায় ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৯৩৮ জন, নারী ২ লাখ ১৮ হাজার ৬৬৭ জন। আরেক উপজেলা রাঙ্গুনিয়ায় মোট ভোটার ২লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ১২২ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৫৭ জন।

তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এরমধ্যে হাটহাজারীতে ভোট কেন্দ্র ১০৬টি, ফটিছড়িতে ১৪২টি এবং রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে জন্য তিন উপজেলা নিয়োগ করা হয়েছে ৯ হাজার ৬৭৪ জন কর্মকর্তা।