এক পসলা বৃষ্টিতে জনমনে স্বস্তি, ক্ষেতে ফিরেছে প্রাণ

শফিউল আলম, রাউজান ঃ প্রচন্ড তাপাদাহে জনজীবন অতিষ্ট হয়ে রাউজানের বিভিন্ন এলাকায় । প্রচন্ড তাপদাহের কারনে রাউজানের প্রতিটি এলাকায় ফসলী জমিতে বোরো ধানের ক্ষেতে ও সব্জি ক্ষেতে বিভিন্ন ধরনের রোগ বালাই আক্রমন করার পর, বোরো ধানের ক্ষেতে ও সব্জি ক্ষেত রোগ বালাই থেকে বাচাঁতে কৃষকরা কীটনাশক ব্যবহার করে কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন । প্রচন্ড তাপদাহ চলাকালে রাউজানের বিভিন্ন এলাকায় ছোট ছোট শিশু সহ বড়দের বিভিন্ন প্রকার রোগ আক্রান্ত হয়ে চিকিৎসক ও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে প্রতিনিয়ত । এবস্থায় গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার ভোরে কালবৈশাখীর এক পসলা বৃষ্টি হয় । বৃষ্টি হওয়ার পর রাউজানের বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি নেমে আসে । বৃষ্টি হওয়ায় বোরো ধানের ক্ষেত ও সব্জি ক্ষেতে প্রাণ ফিরে এসেছে । রাউজানের দক্ষিন হিংগলা এলাকার কৃষক আবু জাফর বলেন, বৃষ্টি হওযায় বোরো ধানের ক্ষেতে ধান গাছের শীষ গুলো ভিজে পানি জমিতে জমছে । ফসল ক্ষেতে পোকার আক্রমন কমবে বৃষ্টি হওয়ায় । শুকিয়ে যাওয়া জমিতে পানি জমায় বোরো ধান ও সব্জি ক্ষেতের ফলন ভাল হবে । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, প্রচন্ড তাপদাহের কারনে বোরোধান ও সব্জি ক্ষেতের যে সম্যসা হয়েছে তা নিরসন হলো ভাল ফলন হবে বলে আশা করছি ।