সঠিকভাবে যাকাত দিলে এক দশকেই দারিদ্র্য বিমোচন সম্ভব

গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ এর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি জাফতনগরস্থ সৈয়দবাড়ি দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। মুখ্য আলোচক ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, যাকাত ইসলামের আবশ্যকীয় ইবাদত। যা ধনীদের ওপর ফরজ। যাকাত না দিলে নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। বিত্তবানরা সঠিকভাবে হিসেব করে যাকাত দিলে এক দশকেই দারিদ্র্য বিমোচন সম্ভব। পরিকল্পিতভাবে যাকাত দিয়ে যাকাতের টাকায় গরিব মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। আলোচনায় অংশ নেন মাওলানা মুফতি জসিম উদ্দিন আল কাদেরি, মাস্টার খুরশেদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ সেলিম উদ্দিন, মাস্টার ইসমাইল, মুহাম্মদ দিদার, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ শাহজালাল, উমর ফারুক রেযা, মুহাম্মদ নাসির প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)।