জাতীয়ভাবে সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস পালনের আহবান

হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধের উদ্যোগে ৫৩তম সোয়াত জাহাজ অবরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা গত ২৪ শে মার্চ সংগঠনের উপদেষ্ঠা কবি আশীষ সেনের সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভানুরঞ্জণ চক্রবর্তী, রাজনীতিক জাহেদুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সদস্য মোঃ ফজলুল হক চৌধুরী, রাজনীতিবিদ দীপংকর চৌধুরী কাজল, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, অধ্যক্ষ মালেক প্রকৌশলী সৈয়দ ইউছুফ আহমদ,প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ ইমরান মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, প্রজন্ম চট্টগ্রামের নির্বাহী চৌধুরী জসিমুল হক, সংগঠক আসিফ ইকবাল, মঈন উদ্দীন, সংস্কৃতিকর্মী নিলয় দে, জাহিদুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৪ শে মার্চ পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাস এর প্রতিরোধ গড়ে তুলেন। জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়ে মেজর জিয়া জনতার প্রতিরোধের মুখে ফিরে আসতে বাধ্য হয়। সভায় বক্তারা বলেন ২৪ শে মার্চ সোয়াত জাহাজ অবরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করার আহবান জানান, সোয়াত জাহাজ অবরোধ স্থানে স্মৃতিফলক নির্মাণ করতে হবে। তরুণ প্রজন্মকে সোয়াত জাহাজ প্রতিরোেেধ ইতিহাস জানাতে হবে। সোয়াত জাহাজ অবরোধের নায়ক শ্রমিকনেতা নবী চৌধুরী ও খালেক চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার আহবান জানান।