আলহাজ্ব মেহজাবিন হুমাইরা বেগমের ইন্তেকাল

জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক ও সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গভেষক আলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভীর মাতা মহীয়সী রত্নগর্ভা আলহাজ্ব মেহজাবিন হুমাইরা বেগম (৮১) ২৪ মার্চ রবিবার সকাল ১০ টায় ষোলশহর শ্যামলী আবাসিক এলাকা বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেযান। মরহুমার নামাজের জানাযা ঐদিন বাদে আছর সীতাকুণ্ড সলিমপুর হযরত খাজা কালু শাহ (রহ.) জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মোহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর আবুল মোহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি আবদুল আলিম রেজভী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, নিবার্হী মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, স্টাডিং কমিটির সদস্য আল্লামা এম এ মতিন, স উ ম আব্দুস সামাদ, রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সেকান্দর হোসাইন কাদেরী, মহাসচিব ইকবাল হোসাইন কাদেরী, সাংগঠনিক সচিব মাওলানা মুখতার আহমদ রজভী, সুন্নী নূরানী বোর্ড বাংলাদেশের পরিচালক সাইফুদ্দিন কাদেরী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।