বাদশা নুর ফাউন্ডেশনের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

বাদশা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। গত ২৩ শে মার্চ সকাল ১০ ঘটিকায় দেওয়ানহাট পোর্টসিটি কমপ্লেক্সে বাদশা-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫০০ জন মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ রাশেদ আলী, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইদ্রিস কাজেমী, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইব্রাহিম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসিন, সহ সভাপতি হুমায়ুন কবির রোকন, সহ-সভাপতি কাজী আনোয়ার মাস্টার, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক হাসান ফয়সাল রিয়াদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন উর রশীদ, আবদুল মালেক সওদাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান দুলাল, মোহাম্মদ সেলিম, জাহেদ হোসেন রণি, ওসমান ফারুক বিবলু, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রকিবুল ইসলাম অপু, শিমুল মহসীন, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ শাহাদাত আলম পারভেজ, মেহের হোসেন ঈমন, মোহাম্মদ মুরাদ, আবদুল আহাদ ইরফান, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রুবেল, শ্রমিক লীগ ২৩নং ওয়ার্ড এর সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক লিও রাশেল, রাজিব দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন জনকল্যাণে কাজ করায় আমাদের রাজনীতিবিদদের মুল কাজ। মানুষ মানুষের জন্য। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় ও সরকারিভাবে ইফতার মাহফিল না করে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের পরামর্শ দিয়েছে যা আমরা মহানগর আওয়ামীলীগ গতকালই প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি বলেন একে অপরের দুঃখে কষ্টে সহযোগিতায় করায় আমাদের মুল লক্ষ্য।তিনি বলেন সমাজের প্রতিটি মানুষের সম্মান বোধ রয়েছে। তাই আমাদের উচিত যারা আর্থিকভাবে সমস্যায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তিনি বলেন বাদশা নুর ফাউন্ডেশন প্রতিবছর এরকম অনেক সেবামুলক কাজ করে থাকে যা সত্যি প্রশংসার দাবীদার। তিনি সকল সামর্থ্যবান ব্যক্তিদের দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।