ওমরা ভাড়া নিয়ন্ত্রন ও টিকেট সিন্ডিকেট ভাঙতে কাজ করছে আটাব

ওমরা মৌসুমে ভাড়া নৈরাজ্য এবং টিকেট সিন্ডিকেট নিয়ে কাজ করছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব)। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরে আনা হয়েছে। যার সুফলও পেতে শুরু করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর হোটেল দি পেনিনসুলার জিনিয়া হলে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা জানান আটাবের নেতৃবৃন্দ। আটাব চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আটাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আটাবের কেন্দ্রীয় সভাপতি আবদুস সালাম আরেফ। প্রধান বক্তা ছিলেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন। বক্তব্যে নব নির্বাচিত আটাবের নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে টিকেট সিন্ডিকেট ভাঙতে কাজ শুরু করেছে নতুন কমিটি। বিষয়টি মন্ত্রীর নজরেও আনা হয়েছে। এখন ওমরার মৌসুম। এ সময় অনেকেই অগ্রিম টিকেট বুকিংয়ের নামে দাম বৃদ্ধির পায়তারা করে। তবে এবার তার সুযোগ হয়নি। ইতোমধ্যে ওমরার টিকেটের দাম কমতে শুরু করেছে। এছাড়াও অবৈধ ট্রাভেলস এজেন্স বন্ধের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আটাব। আটাব কেন্দ্রীয় কমিটির সাবেক ইভিপি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান হিরু, জয়েন্ট সেক্রেটারি আতিকুর রহমান, উপ-সচিব মোহাম্মদ ত্বোহা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মানসুর আলম পারভেজ। আরও উপস্থিত ছিলেন আটাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস মিয়া, ইসি মেম্বার ওসমান গনি, মোহাম্মদ ওসমান গনি, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, অর্থ সচিব মোঃ গিয়াস উদ্দিন, সদস্য মোঃ আবুল কাশেম, ইমরান চৌধুরী, জাহিদ হোসাইন, ইসমাইল কাউসার। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মাওলানা মোরশেদুল হক।