বঙ্গবন্ধু বাঙালীর হৃদয়ে চিরজাগ্রত একটি নাম

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু, বাঙালী ও বাংলাদেশ একটি সমার্থক শব্দ এবং বঙ্গবন্ধু বাঙালীর হৃদয়ে প্রতিদিনের একটি আদর্শিক চর্চার নাম শীর্ষক আলোচনা সভা, সঙ্গীত, কবিতা পাঠ ও বই বিতরণ অনুষ্ঠান গত ১৮ ই মার্চ সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতে অংশনেন সাংবাদিক লায়ন সুজিত কুমার দাশ, কবি আশীষ সেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শহীদুল ইসলাম পিন্টু, শারদাঞ্জলী ফোরামের সভাপতি অজিত কুমার শীল,অধ্যাপিকা জান্নাতুন নুর তানিয়া, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সাংবাদিক স.ম. জিয়াউর রহমান, কবি সজল দাশ, আবৃত্তিশিল্পী সোমা মূৎসুদ্দী, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, সংস্কৃতিকর্মী নিলয় দে, সবুজ চৌধুরী রকি, মোঃ জাফর প্রমুখ। সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু জন্ম হয়েছে বিধায় আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর দেশপ্রেম, অসাধারণ নেতৃত্ব, সততা ও সাহসিকতায় তিনি নিজেকে অনন্য সাধারণ নেতৃত্ব নিয়ে যেতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন ও সার্বভৌম জাতি রাষ্ট্র বাংলাদেশ এনে দিয়েছেন তার দুরদর্শী নেতৃত্বে। বঙ্গবন্ধুর দেশপ্রেম ও মহানুভবতা আমরা যদি সত্যিকারভাবে হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের দেশকে সত্যিকার সোনার বাংলায় পরিণত করা সম্ভব। সভায় বক্তারা বলেন পৃথিবী যতদিন থাকবে, বাঙালী যতদিন থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ততদিন বহমান থাকবে। প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সবসময় সমপ্রাসঙ্গিক আদর্শিক বাতিঘর হিসেবে বেঁচে থাকবে।