আগামী ১৪ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ কৃষক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা উদ্যোগে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা গতকাল ১৯ মার্চ বিকেলে আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি,চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মোস্তাফা কামাল চৌধুরী।এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মোঃ রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব হিজবুল বাহার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এড. উম্মে হাবিবা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরমান চৌধুরী, কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, মোয়াজ্জেম হোসেন বাদল, লক্ষীপুর জেলা কৃষকলীগের আহবায়ক পিএম আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন দক্ষিণজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবদুল মোনাফ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আসিফ ইকবাল, হরিপদ চৌধুরী বাবুল। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মোঃ হারুন নেভী, সৈয়দ নুরুল আবছার, মোঃ আবদুর রহিম, যুগ্ন সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, মহানগর কৃষকলীগের যুগ্ন সম্পাদক আবু হাসনাত চৌধুরী, জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সত্যেন্দ্র বড়ুয়া, দক্ষিণজেলা কৃষকলীগনেতা আলমগীর খান, মোঃ বাদশা মিয়া, মোঃ নিজাম উদ্দীন চৌধুরী, এড. আনোয়ার হোসেন, মাস্টার হুমায়ুন কবির, মিজানুর রহমান, তাহেজুল ইসলাম, এম.এ.শাকুর, আবদুস সবুর, মোঃ আলী ওসমান, ফরিদুল আলম চৌধুরী, মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সুজন দত্ত, রবিউল হোসেন চৌধুরী, সুভাষ চন্দ্র দত্ত, মোঃ ইদ্রিস পানু, সাতকানিয়া কৃষকলীগের সভাপতি আবুল আজাদ ডালু, পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান, জেলা কৃষকলীগনেতা মোঃ নাজিম উদ্দীন, মাহমুদুল হক, মোঃ হোসেন, মামুনুর রশিদ, সোনা মিয়া আহমদ উল্লাহ চৌধুরী, নাসির উদ্দীন প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করা হয়।একইসাথে সদ্য প্রয়াত দক্ষিণজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আবদুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব পেশ করা হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া আগামী ২৫ শে জুন ২০২৪ ইং তারিখের মধ্যে জেলা কৃষকলীগের কাউন্সিলর তালিকা চুড়ান্ত করার নির্দেশ প্রদান করা হয়। সম্মেলন সফল করার জন্য ৬ উপ কমিটির গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে সেপ্টেম্বরের আগে সম্মেলন না হওয়া উপজেলা, পৌরসভা সম্মেলন করারও নির্দেশনা দেয়া হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে সারাদেশে কৃষকলীগকে সুসংগঠিত করার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষকলীগের নেতা কর্মীদের আরো বেশি সুসংগঠিত করার আহবান জানান। তিনি বলেন কৃষকলীগকে প্রবীণ ও নবীনের সমন্বয়ে যৌথ প্রয়াসে তৃণমুল পর্যায়ে সংগঠনের বিস্তৃতি বাড়াতে হবে। তিনি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কৃষকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান।বক্তারা আগামী সম্মেলনকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য এখন থেকে যাবতীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান।