কালিয়াকৈরে আগুনের ঘটনায় নিহত বেড়ে ১০

গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- জহিরুল ইসলাম (৩২), মো. মোতালেব (৪৮), রাব্বি (১৩) ও সোলাইমান (০৬)। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ১০জনে দাঁড়ালো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের রবিবার রাত ১২টার দিকে জহিরুল ইসলাম ও রাত আড়াইটার দিকে মোতালেবের মৃত্যু হয়। আর সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সোলাইমান ও পৌনে ৭টার দিকে রাব্বির মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো তরিকুল ইসলাম জানান, গতরাত বারোটায় জহিরুল ইসলামের মৃত্যু হয় তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল, মোতালেব রাত আড়াইটার দিকে মারা যান তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল, শিশু সোলায়মান আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারা যান তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল, ও রাব্বী সকাল পৌনে সাতটার দিকে মারা যান তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে দশ জনের মৃত্যু হলো।