একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী বলেছেন, ‘পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই মেয়াদে ২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। পটিয়ার উন্নয়নে কারো সাথে কখনও আপস করিনি। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দিয়েছি। আগামীতে পটিয়ার প্রতিটি গ্রামে শহরের সুবিধা পেতে আবারো নৌকায় ভোট দিন।’।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পটিয়া পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এক কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
পটিয়া উপজেলা যুবলীগ সামশুল হক চৌধুরীর সমর্থণে এ কর্মীসভা আয়োজন করে।
উপজেলা যুবলীগের সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ রহিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, বিজন চক্রবর্তী।
বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সহ-সভাপতি মর্তুজা কামাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণপ্রসাদ ধর, নাজিম উদ্দিন পারভেজ, শাহেদ উদ্দিন সুমন, রাজু দাস হিরো, মোহাম্মদ রাসেল, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।