জলাবদ্ধতার কারণে দেড় ঘণ্টা দেরিতে উড়লো হজ ফ্লাইট

নগরে জলাবদ্ধতার কারণে হজযাত্রীরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে দেরি হওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে দ্বিতীয় হজ ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সোমবার (৮ জুলাই) বেলা পৌনে ১১টায় জেদ্দার উদ্দেশে উড্ডয়নের শিডিউল ছিল। শেষপর্যন্ত ৭ জন যাত্রী ছাড়াই দুপুর ১২টা ৩৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।

>> চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইটে যাবেন ৪১৯ জন
>> ৪১০ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জেদ্দা গেলো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আরিফুজ্জামান খান জানান, নগরজুড়ে কোথাও কোমর সমান পানি আবার কোথাও হাঁটুপানি ছিল। তাই হজযাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণেই প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে শাহ আমানত থেকে দ্বিতীয় হজ ফ্লাইটটি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সোয়া তিনটায় শাহ আমানত থেকে মদিনার উদ্দেশে প্রথম হজফ্লাইটের শিডিউল রয়েছে। এরপর রাত সোয়া ৯টায় জেদ্দার উদ্দেশে আরেকটি হজফ্লাইট উড্ডয়ন করবে।