ফারাজ করিম চৌধুরীর বিয়ে: গহিরায় দশ হাজার মানুষের খাবারের আয়োজন

 শফিউল আলম, রাউজান ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে নিয়ে আলোচনা চলে। অবশেষে গতকাল ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বিয়ে করলেন ফারাজ করিম। আফিফা আলম নামের রংপুরের এক তরুণীকে বিয়ে করেন ফারাজ করিম চৌধুরী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি মসজিদে ইসলামী শরিয়াহমতে সাদামাটাভাবে তাদের বিয়ে হয়। এতে বর ও কনে পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ।ফারাজ করিম চৌধুরীর পারিবারিক একটি সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, আগামী ১ মার্চ শুক্রবার চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হবে। ফারাজ করিম চৌধুরীর বিয়ে উপলক্ষে রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরীর বাড়ীতে দশ হাজার মানুষের খাবারের আয়োজন করার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি । সাজ সজ্জা প্যন্ডেল তৈয়ারীর কাজ । দশ হাজার মানুষের খাবারের আয়োজনের দিন মেজবানে মন্ত্রী সংসদ সদস্যরা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন ও কনে আফিফা আলমের পৈতৃক এলাকা রংপুর মিঠামাইন থেকে মেহমান অনুষ্টানে উপস্থিত থাকবেন । এই অনুষ্টানকে সফল করতে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা স্থানীয় জনপ্রতিনিধিরা সভা করে সুশৃংখল ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্টান সম্পন্ন করার জন্য সভা করে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বলে জানান রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। কনে আফিফা আলম ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন। ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের ৫ বারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।