তেঙ্গার মহাজনঘাটা এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আগ্রাবাদ, পতেঙ্গা, ইপিজেড ও কেইপিজেড ফায়ার সার্ভিসের চারটি গাড়ি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মহাজনঘাটা এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান জসিম উদ্দিন।