জাতীয় শিশুকিশোর পত্রিকা মাসিক দুর্নিবার এর বর্ষপূর্তি, গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান আগামি ১৫ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
দুর্নিবার গুণীজন সম্মাননা পেযেছেন যেসব ক্যাটাগরিতে তা হলো, কবিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে কবি-সাংবাদিক স্বপন দত্তকে, নাট্যকলায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে কবি-সাংবাদিক প্রদীপ দেওয়ানজীকে, ‘লিরিক’-এর মাধ্যমে লিটলম্যাগ আন্দোলনে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্যে কবি-সাংবাদিক এজাজ ইফসুফীকে এবং শিশুসাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যে অরুণ শীলকে ‘দুর্নিবার সম্মাননা ২০১৮’ প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রতিবারের মতো এবারও ৪০জন মেধাবী শিক্ষার্থীকে ‘দুর্নিবার মেধাবৃত্তি ২০১৮’ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাবিদ-সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, কবি-সাংবাদিক রাশেদ রউফ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সভাপতি কবি-সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল। উপস্থিত থাকবেন আরো বহু গুণীজন। এতে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের আয়োজনকে স্বার্থক ও সমৃদ্ধ করবে।