রাবারড্যাম পানি ব্যবস্থাপনা নির্বাচন: মিন্টু সভাপতি, আরমান সেক্রেটারী

কক্সবাজার প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে কক্সবাজার সদরের ঈদগাঁও রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন। এতে ব্যালেটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহনেওয়াজ মিন্টু (উত্তর লরাবাগ) তার প্রতীক চেয়ার প্রাপ্ত ভোট ১১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম উল্লাহ আনারস (রোহিঙ্গা পাড়া চৌফলদন্ডী) ৭ ভোট।সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরমান উদ্দীন মেম্বার (পালাকাটা) তার প্রতীক হরিন প্রাপ্ত ভোট ১১৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ছৈয়দ (পঃ বোয়াল খালী) দোয়াত কলম ০৫ ভোট পান।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ সভাপতি জাফর আলম (পুর্ব বোয়াল খালী)কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলেমান( পালাকাটা) সদস্য আয়াতুল আলম ছুট্রো(পূর্ব লরাবাগ) নুরুল আবছার (লরাবাগ)বাচা মিয়া (নতুন মহাল)নুরুল হুদা(ইছাখালী)সদস্যা নাছিমা বেগম (ইউছুপের খীল) হাছিনা আক্তার (ইউছুপের খীল) তসলিমা বেগম (মোহন ভিলা)জাহেদা বেগম (রোহিঙ্গা পাড়া চৌফলদন্ডী)।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত ১৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ছিল। এদিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে ভোট গ্রহনের কার্যক্রম। প্রিসাইডিং অফিসার ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য, বিএমএ’এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সাইফুদ্দীন ফরাজী।
পোলিং অফিসার ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব চরপাড়া এলাকার আব্দু রহিম মুন্সি ও সদস্য ইউছুপের খীলের শেফায়েত উল্লাহ।তাদের সার্বিক সহযোগিতা করেন সাবেক সভাপতি ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আলম,সম্পাদক মাষ্টার শফিক আহমদ (মিয়াজী পাড়া) মাষ্টার ফরিদুল আলম চরপাড়া এবং ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক নিজাম উদ্দীন।
নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব,জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো,ইসলামাবাদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি,জালালাবাদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মমতাজুল ইসলাম খাঁন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদু রাজ্জাক ,জালালাবাদের সাবেক মেম্বার মমতাজ আহমদ, মেম্বার সাইফুল হক,মেম্বার নুরুল আলম, ইসলামাবাদের মেম্বার নুরুচ্ছফাসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ , জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদ, কৃষক, শ্রমিক, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।