ঝুকিপূর্ণ পাহাড়ে সচেতনতা মূলক মাইকিং

ভারি বর্ষণে ভূমিধ্বসের আশঙ্কায় পাহাড়ে ঝুকিপূর্ণ চট্টগ্রাম নগরী ও নগরীর পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে সরে যেতে  ৭ জুলাই সচেতনতামূলক মাইকিং করে রেড ক্রিসেন্ট।

সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকবৃন্দ। ইতিমধ্যে যুব স্বেচ্ছাসেবকরা নগর ও নগরীর পার্শবর্তী এলাকাসমূহের মধ্যে আকবরশাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ষোলশহর, জালালাবাদ আবাসিক, চট্টগ্রাম পলিটেকনিক, সাউদার্ন মেডিকেল কলেজ, বায়েজীদ, মতিঝর্ণা এলাকার পাহাড়সমূহের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারী লোকজন ও স্থানের উপর জরিপ কার্যক্রমের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে। উক্ত ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে বৃষ্টিকালীন সময়ে সচেতনতা মূলক মাইকিং পরিচালনা করার পাশাপাশি বিপদকালীন সময়ে উদ্ধার ও সন্ধান কার্যক্রমের জন্য একটি বিশেষ দল গঠন করে।