আইনজীবীদের আনন্দভ্রমণ

আরিকা মাইশা

সৃষ্টিকর্তার অপরূপ দান প্রকৃতি। বিস্থীর্ণ বেলাভূমি,সাগরের নীলাভ জলরাশি, বিশালাকার ঢেউ, সুউচ্চ পাহাড়, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার। এমন আনন্দময়ী সৌন্দর্যের ডাক অগ্রাহ্য করা কঠিন। তাই ভ্রমণ বলতেই বাংলাদেশের মানুষের কাছে কক্সবাজার অত্যন্ত প্রিয়। প্রকৃতির আনন্দময়ী সৌন্দর্য উপভোগ করতে কর্মব্যস্থময় মানুষের অনন্য উপাদান আনন্দ ভ্রমণ। বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের এর সুযোগ্য আহবায়ক এডঃ শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আনন্দভ্রমণ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ১৫,১৬,১৭ নভেম্বর তিন দিনব্যাপী বিশ্বের অপরূপ সুন্দর বৃহত্তম সমুদ্র সৈকতের স্থান কক্সবাজারে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
১৫ই নভেম্বর বিকেল ৪টায় চট্টগ্রামের কোতোয়ালী হতে বাস সহকারে সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খী সহ প্রায় ৩৫০ জন সদস্যদের নিয়ে এই আনন্দ ভ্রমণের যাত্রা করা হয়। গন্তব্যস্থলে পৌছানোর আগে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি এডঃ তুষার সিংহ হাজারী সংক্ষিপ্ত পরিসরে চট্টগ্রামের উপশহর দোহাজারী পৌরসভায় যাত্রা বিরতি ও আলোচনা সভার আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদ ইয়াছিন খোকন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ হুমায়ুন আখতার মোস্তাক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ রাশেদুল আলম রাশেদ এবং এডঃ মঈনুল আলম টিপু সহ অন্যান্য আইনজীবী ও নেতৃবৃন্দ। রাত ৮টায় গন্তব্যস্থলে পৌছে সকল আইনজীবীরা তাঁদের ক্লান্তি দূর করার পর যার যার মতো করে স্থানটির সাগর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করেন।
এর পরদিন ১৬ই নভেম্বর কক্সবাজার লাবণী সমুদ্র সৈকতে আয়োজন করা হয় আইনজীবীদের সাংস্কৃতিক উৎসব। সাংস্কৃতিক আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডঃ মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। বক্তব্যের পর পরই আইনজীবী শিল্পীরা তাঁদের সুমধুর কন্ঠে সংগীত পরিবেশন করেন। এডঃ কামরুল আজম টিপুর কন্ঠে পরিবেশিত হয় গ্রামের নওজোয়ান, সোনার ময়না ঘরে তুইয়া, এক আকাশের তারা তুই একা গুনিসনে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার সহ অসংখ্য মনোমুগ্ধকর গান। এর পর এডঃ কায়ছার উদ্দীনের পরিবেশনার মধ্যে ছিল ওরে নীল দরিয়া, সেই তুমি কেন এতো অচেনা হলে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে। সর্বশেষ পরিবেশনা ছিল এডঃ টি.আর.খান তাহিমের। তাঁর কন্ঠে পরিবেশিত হয় মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম সুদ হবে না। গানটি তিনি পৃথিবীর সকল মা’কে উৎসর্গ করেন এবং মাঝি পাল তুলে দে গানটি করেন এডঃ মোহাম্মদ ঊন নবী শিমুল এর ঢোল এর সাথে তাল মিলিয়ে। সকল সংগীতের সাথে নৃত্য পরিবেশন করে দর্শকদের বাড়তি আনন্দে মাতিয়ে রাখেন এডঃ জহির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ রাশেদুল আলম রাশেদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সুযোগ্য আহবায়ক এডঃ শেখ ইফতেখার সাইমুলের বক্তব্যের মাধ্যমে সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটে। সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক আইনজীবীদের সকলে ধন্যবাদ জানান। পরদিন ১৭ই নভেম্বর বিকেল ৪টায় সকল আইনজীবীদের নিয়ে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া হয়।

লেখক:
শিক্ষানবীশ আইনজিবি
চট্টগ্রাম জজর্কোট ।