মালিতে একটি স্বর্ণের খনি ধসে নিহত হয়েছেন কমপক্ষে ৭০ শ্রমিক। বিলম্বে পাওয়া খবরে বলা হচ্ছে, গত সপ্তাহে এই ধস হয় মালির দক্ষিণ-পশ্চিমে। সেখানকার ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং ডিরেক্টরেটের সিনিয়র কর্মকর্তা বুধবার এ বিষয়ে বার্তা সংস্থা এপিকে বিস্তারিত জানিয়ে বলেছেন, এটা ছিল একটি দুর্ঘটনা। দক্ষিণ-পশ্চিমের শহর কাঙ্গাবার স্বর্ণের খনির একজন কর্মকর্তা ওমর সিদিবে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিকট শব্দে এই ধস ঘটে। এতে ভূমিকম্পের মতো কম্পন হতে থাকে। এ সময় খনির ভিতরে ছিলেন কমপক্ষে ২০০ শ্রমিক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। খনি বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, গত শুক্রবার এ ঘটনা কিভাবে ঘটেছে তা পরিষ্কার নয়। খনি ধসের ফলে এতগুলো মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রণালয়।
তারা স্থানীয় খনি শ্রমিক এবং সম্প্রদায়কে নিরাপত্তামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বে কুলিবালি বুধবার বলেছেন, ওই এলাকায় যারা স্বর্ণের খনিতে কাজ করেন, তারা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা মেনে চলেন না। তিনি বলেন, এ বিষয়ে তাদেরকে আমরা বহুবার সতর্ক করেছি। উল্লেখ্য, ২০২২ সালে ৭২.২ টন স্বর্ণ উৎপাদন করে মালি। জাতীয় বাজেটে এ থেকে আসে শতকরা ২৫ ভাগ অর্থ। ৭৫ ভাগ আসে রপ্তানি থেকে।