মুনিরিয়া যুবতবলীগ কমিটি নিষিদ্ধ করার দাবী

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ মুনিরিয়া যুবতবলীগ কমিটি নিষিদ্ধ করার দাবীতে ও মুনিরুল্ল্রাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাউজানে কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদর মানববন্দন কর্মসুচি পালন করে। গতকাল ৬ জূলাই শনিবার বিকাল ৩২ টার সময়ে রাউজান উপজেলার বিভিন্ন এলাকার ২৯টি কওমী মার্দ্রসার শিক্ষক শিক্ষার্থীরা মুনিরিয়া যুবতবলীগ কমিটি নিষ্দ্বি করার দাবীতে ও মুনিরুল্ল্রাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী লিখা সম্বলিত ব্যানার ফেষ্টুন নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের মুন্সির ঘাটায় সড়কের দু পাশে দাড়িয়ে মানববন্দ্বন কর্মসুচি পালন করে। মানব বন্দ্বন কর্মসুচি চলাকালে মুনিরিয়া যুবতবলীগ কমিটি নিষ্দ্বি করার দাবীতে ও মুনিরুল্ল্রাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে কওমী মার্দ্রসার শিক্ষক মাওলানা হাজী ইউছুপ, মাওলানা হাফেজ সেলায়মান, মাওলনা শিহাব উদ্দিন, রাউজান উপজেলা কওমী মার্দ্রসা সমিতর সহ সভাপতি হাশেম চৌধুরী বক্তব্য রাখেন । আরব নগর মার্দ্রাসার মুহতামিম মাওলানা আরশগীর মাসউদেও সঞ্চালনায় মানববন্দ্বন কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল রহমান চৌধুরী । মানববন্দ্বন কর্মসুচি শেষে কওমী মার্দ্রসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় । বিক্ষোভ মিছিলটি রাউজানের মুন্সির ঘাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হয়ে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে গিয়ে শেষ হয় ।