ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

শওকত হোসেন করিম, ফটিকছড়ি:
ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের আঁধার মানিক রাস্তার মাথায় মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১টি ফার্মেসী, ২টি কুলি কর্ণার, ১টি সেলুন ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস এবং দাঁতমারা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন রাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছেন রামগড় ফায়ার স্টেশন।
জানা গেছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ডাক্তার শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ফার্মেসী ৫লক্ষ টাকা, মোহাম্মদ রাব্বির কুলিং কর্ণারে ২ লক্ষ টাকা, মোঃ সাদ্দামের কুলিং কর্ণারে ৩ লক্ষ টাকা এবং লিটন এর সেলুন দোকান প্রায় ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি প্রতিষ্টান পুড়ে যায় যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১১ লক্ষ টাকা।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন।