গণভবনে ৯টি ইসলামী দলের ১৪জন নেতাকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী ওলামা বেইজ্জিতি, ক্ষমার যোগ্য নয়

গত ৭ই জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ ২০২৪’র চট্টগ্রাম-১৩ কর্ণফুলি-আনোয়ারা সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড.ই কুরআন মুফতী রশিদুল হক ( বি,এস,সি) এক প্রতিবাদ বিবৃতিতে বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত, জালভোটে বাছাই করা, জাতীয় দ্বাদশ সংসদ, নবগঠিত মন্ত্রী সভা, অগ্রহণযোগ্য, লেজকাটা, ২০২৪’র সরকার। কেননা-২৪-১১-২০২৩ইংরেজীর বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশে প্রকাশিত ৯টি ইসলামী দলের ১৪ জন নেতাকে প্রধানমন্ত্রী গণভবনে ডেকে নিয়ে ওলামা নেতাদেরকে বেইজ্জিতি, ক্ষমার যোগ্য নয়। জাতীয় মসজিদ এ (আল্লাহর ঘর) জাতীয় ঈমাম, জাতীয় সংসদ-এ (নেতা) কেন? নয়। সূরা জিনের ১৮নং আয়াতে আল্লাহতালা পবিত্র কুরআনে ইরশাদ করেন-ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদাউ মাআল্লাহি আহাদা। অর্থ-মসজিদ সমূহ আল্লাহ স্মরণের জন্য। তাই জাতীয় সংসদ বড় মসজিদ। এই বড় মসজিদে আল্লাহর স্মরণের জন্য এক বা একাধিক ঈমাম সাংসদ আবশ্যক। অতএব, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে উপরোক্ত আইন চালু করতে, তিনি সংসদ নেতা, স্পীকার, এমপি সহ সকল আইন প্রনেতাদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।