কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে নৌকা পেয়েছে ২৯৩২৪ ভোট

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি)। কাপ্তাই উপজেলার ২২ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উক্ত কেন্দ্রের কেন্দ্র ভিত্তিক ফলাফল নিম্নে দেওয়া হলঃ ১) বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা প্রতীক ১০৪৫, সোনালী আঁশ ৫ এবং ছড়ি প্রতীক পেয়েছে ১৩ ভোট। ২) শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা – ৯০৩, সোনালী আঁশ ৪, ছড়ি পেয়েছে ৫ ভোট। ৩) কেপিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রঃ নৌকা প্রতীক ১৪১৯, সোনালি আঁশ ১৬ এবং ছড়ি পেয়েছে ৯ ভোট। ৪) তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা কেন্দ্রঃ নৌকা ১৩৭২, সোনালী আঁশ ৩০ ছড়ি ২৩। ৫) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কেন্দ্রঃ নৌকা-২৩৮০ সোনালী আঁশ ১৫ ছড়ি ৩০। ৬) কেআরসি স্কুল কেন্দ্রঃ নৌকা- ১৪৯৯, সোনালি আঁশ ১৬ ছড়ি ১৮ ভোট। ৭) সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় নৌকাঃ ৮০৬, সোনালী আঁশ ১২ ছড়ি ৩৪ ভোট। ৮) মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ৭৬০, সোনালী আঁশ ১১ ছড়ি ২৪ ভোট। ৯) ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ঃ নৌকা ১৬৮৩, সোনালী আঁশ ২৭ ছড়ি ৬০। ১০) বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ১১১২, সোনালী আঁশ ৪০ ছড়ি ৩৭। ১১) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ঃ নৌকা ২৪৫৬, সোনালী আঁশ ৪৩ ছড়ি ৫০। ১২) হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ৯৬৯, সোনালী আঁশ ২৩ ছড়ি ২৪। ১৩) চৌধুরীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়হ নৌকা ৯৯০, সোনালী আঁশ ১১ ছড়ি ১৬। ১৪) কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ঃ নৌকা ১২৮০, সোনালী আঁশ ২০ ও ছড়ি ১৫। ১৫) চিৎমরম ইউনিয়ন পরিষদ কেন্দ্রঃ নৌকা ১১৯১, সোনালী আঁশ ১১ ছড়ি ২৭। ১৬) চিৎমরম উচ্চ বিদ্যালয়ঃ নৌকা ৯২৭, সোনালী আঁশ ২১ ছড়ি ৩০। ১৭) চাকুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ৪৬৯, সোনালী আঁশ ১২ ছড়ি ২০। ১৮) নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ঃ নৌকা ১৪০৬, সোনালী আঁশ ২০ ছড়ি ২৩। ১৯) রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ১৭৩৫, সোনালী আঁশ ৮ ছড়ি ১৯। ২০) রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ১৯৪৮, সোনালী আঁশ ৩৩ ছড়ি ৩৩। ২১) ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ নৌকা ১১২১, সোনালী আঁশ ২৫ ছড়ি ২৫। ২২) ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ঃ নৌকা ১৮৪৩, সোনালী আঁশ ৫২ ছড়ি পেয়েছে ৭১ ভোট।