শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৯৫টি ভোট কেন্দ্র রয়েছে । ৭ জানুয়ারী রবিবার ভোট গ্রহন করার জন্য ভোট কেন্দ্র গুলো প্রস্তুত করা হয়েছে । ভোট কেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার,সহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কমকর্তা, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে পৌছে ভোট গ্রহন করার প্রস্তুতি নিতে দেখা যায়। পুলিশ, আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী বর্ডার গার্ডের সদস্যরা গাড়ী নিয়ে টইল দিতে দেখা যায় । দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়ে দেশের বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম নগরীতে বসবাসকারী চাকুরীজিবি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রাউজানে তাদের বসতবাড়ীতে এসে গেছে ।রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, সুষ্ট ও শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্টান সম্পন্ন করতে রাউজানে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে । ভোট কেন্দ্র ছাড়া ও বোট কেন্দ্রের আশে পাশে বিভিন্ন এলাকায় আনসার ব্যাটরিয়ন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বর্ডার গার্ড এর স্টাইকিং ফোর্স রয়েছে । স্টাইকিং ফোর্স সড়ক ও ভোট কেন্দ্রে টইল দেবে । ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান আসনে ৯৫টি ভোট কেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করবেন । দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৬ রাউজান আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী প্রতিক নৌকা, ইসলামী ফ্রন্ট্রের প্রার্থী স,ম জাফর উল্ল্রাহ প্রতিক চেয়ার, জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম চৌধুরী প্রতিক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম প্রতিক ট্রাক,তৃনমুল বিএনপির প্রার্থী মোঃ ইয়াহিয়া জিয়াউদ্দিন চৌধুরী প্রতিক সোনালী আশঁ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন । নির্বাচনে আবারো বিপুল ভোটের ব্যবধানে আওযামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবে আশা করছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম (প্রতিক ট্রাক) বলেন, রাউজানে হেভিওয়েট আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে প্রতিদন্দিতা করছি । জনগন যাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবে আমি তা মেনে নেব ।