শওকত হোসেন করিম, ফটিকছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪ সস্তরের বাহিনীর সদস্য মাঠে থাকবে । এরা হলেন, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার । তবে, নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন মনে হলে রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি ও র্যাব টহলে থাকবে। ভোটের দিন নির্বাচনের মাঠে ১০ ম্যাজিস্ট্রেট, ১০ প্লেটন বিজিবি, ২ প্লেটন র্যাব মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ফটিকছড়ি আসনে সর্বমোট ১শত ৪২টি ভোটকেন্দ্র তার মধ্যে ২২টি ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রতি ভোট কেন্দ্রে ২ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ বাড়িয়ে দেওয়া হবে। মোট ২শত ৮৪ জন পুলিশ ও ১হাজার ৪শত২০ জন আনসার সদস্য থাকবে। এসব সদস্যকে ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের যাতায়াতের পথ নির্দেশক হিসাবে নিয়োগ দেওয়া হবে। খবর নিয়ে জানা গেছে, এই নির্বাচনে আনশৃঙ্খলা রক্ষায় অস্থায়ী ২টি বিজিবি ক্যাম্প করা হয়েছে। ক্যাম্প গুলো হল ফটিকছড়ি পৌর সদর করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় ও হেয়াকো বানানোর ডিগ্রী কলেজ এলাকায় । এছাড়াও, নির্বাচনের দিন প্রতি ৩ ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শুধু মাত্র বাগান বাজার ১ ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্য মোবাইল, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। ফটিকছড়ি (ওসি) অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নরুল হুদা বলেন, পুলিশ নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত আছে। যেকোনো অপীতিকার ঘটনা শক্ত হাতে দমন করব। সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমার সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কঠোরভাবে দায়িত্ব পালন করবো।