কুতুব‌দিয়ায় শিশু‌র ওপর আক্রমণ করল বেওয়ারিশ কুকু‌রের দল

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় বে‌ড়িবাঁধ থে‌কে ৭ বছ‌রের‌ শিশু‌কে টে‌নে নি‌য়ে হামলা চা‌লি‌য়েছে কুকু‌রের দল। মারাত্বক আহত শিশু‌টি‌কে ভ‌র্তি করা হ‌য়েছে হাসপাতা‌লে।

বৃহস্প‌তিবার (১৭ এ‌প্রিল) সকা‌লে আলী আকবর ডেইল কাজীর পাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লেমশীখালী কড়লাপাড়ার আব্দুল ক‌রি‌মের পুত্র আব্দুল আ‌জিজ (৭) কাজির পাড়ায় নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে গি‌য়ে বৃহস্প‌তিবার(১৭ এপ্রিল) সকা‌লে পা‌শের বে‌ড়িবাঁধে খেল‌তে যায়। এসময় সৈক‌তে দল‌ বেঁধে থাকা বেওয়া‌রিশ কুকু‌রের পাল প্রথ‌মে শিশু‌টি‌কে কাম‌ড়ে টে‌নে হিঁচ‌রে বালুচ‌রে‌ নি‌য়ে হাম‌লে প‌ড়ে।

শিশু‌টির‌ চিৎকার শু‌নে স্থানীয় স‌লিমুল্লাহ ও তার মা সালমা বেগম দৌ‌ড়ে গি‌য়ে শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যায়। হাসপাতা‌লে র‌্যা‌বিস ভ‌্যাক‌সিন না থাকায় কুকু‌রের পা‌লের আক্রমণে মারাত্মক জখম হওয়ায় প্রয়োজনীয় জরু‌রি সেবা‌র জন্য রেফার করা হয়।