স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সাবভৌম ভক্ত সম্মিলনী ২৫ জানুয়ারি শুরু

পরাবর ব্রক্ষবিদবরিস্ট সদগুরু পরিব্রাজকাচায্য শ্রী শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবত্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী আগামী ২৫,২৬,২৭ও ২৮ জানুয়ারি ২০২৪ রোজ-বৃহস্পতি, শুক্র,শনি ও রবিবার চারদিনব্যাপী ঐতিহ্যবাহী হাটহাজারীর পশ্চিম মেখল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ প্রাংগনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ৬৫ তম বার্ষিক অধিবেশন সমগ্র চট্টগ্রাম জেলার সারস্বত সংঘ ও আশ্রম সমূহ এই উৎসব উদযাপন করবে। উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের পূজ্যপাদ মোহন্ত শ্রীমৎ স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটায় সকল শিষ্য এবং ভক্তবৃন্দ বাদ্য বাজনা,উলুধ্বনি সহকারে জয়গুরু মহানাম সংকীর্ত্তনে অপরূপ শোভা দশন সড়ক প্রদক্ষিণ করে উৎসব অংগনে মিলিত হবে। সন্ধ্যা ৭ ঘটিকায় রয়েছে শুভ অধিবাস, ভক্ত সম্মিলনী উদ্ভোধন‌।রাত ৯টায় রয়েছে ঠাকুরের জীবন ভিত্তিক নাটক মহাপুরুষ।২৬,২৭ ও ২৮ জানুয়ারি প্রতিদিন জয়গুরু মহানাম সংকীর্ত্তন,দীক্ষাদান,অন্তরংগ সভা, ভাববিনিময়,আনন্দ সভা, মহিলা সভা ও প্রসাদ আস্বাদন। চারদিনব্যাপী ঐতিহ্যবাহী হাটহাজারীর পশ্চিম মেখল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ, চট্টগ্রাম এ উৎসব সকল শিষ্য ও ভক্তবৃন্দের উপস্থিতি শ্রী শ্রী গুরু ধাম কুতুবপুর, মেহেরপুর বাংলাদেশ এর সম্পাদক,ট্রাস্টি, শ্রীমৎ অলকানন্দ সরস্বতী অনুরোধ জানিয়েছেন।