বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে হবে।

লঘুচাপের প্রভাবে বৃষ্টির কারণে শুক্রবার (৫ জুলাই) রাত ১২টা থেকে শনিবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৫৪ দশমিক ৬ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ।