বঙ্গোপসাগরে নৌকাডুবি, জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় মোহাম্মদ জাফর আলম (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে সদর ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাট থেকে সাগরে মাছ শিকারে যাওয়ার সময় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। জাফর টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মমতাজ মিয়ার ছেলে। নৌকায় থাকা আরও পাঁচ জেলে সাঁতরে কূলে ফিরেছেন।
স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সকালে স্থানীয় মোহাম্মদ নামক এক ব্যাক্তির মালিকানাধীন একটি নৌকা নিয়ে ছয় জেলে সাগরে মাছ ধরতে যান। কিছুদূর যাওয়ার পর একটা বড় ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে সাঁতরে পাঁচ জেলে কূলে ফিরলেও জাফর আলম নিখোঁজ হন। তবে রাত ৯টা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।
নৌকার মালিক মোহাম্মদ বলেন, ‘তার মালিকানাধীন নৌকা নিয়ে ছয় জেলে সাগরে মাছ শিকারে যায়। এতে ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ নৌকাডুবিতে পাঁচ জেলে কূলে ফিরে আসলেও এক জেলে এখনো নিখোঁজ।’
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএমএস দোহা বলেন, নৌকা ডুবির ঘটনা শুনেছি। এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।