দুই বাইক আরোহীকে সড়কে পিষে মারল ইট বোঝাই ট্রাক

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় ইট বোঝাই ট্রাক চাপায় নিহত হয়েছেন এক শিশুসহ দুই মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন আরও এক নারী।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন সম্পর্কে নানা-নাতনি বলে জানিয়েছে স্থানীয়রা।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, নিহত ইকবাল তার মেয়ে ও নাতিনকে নিয়ে তাদের নতুন বাড়ি দেখতে যাচ্ছিলেন।

বাইকটি লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় পৌছালে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি ইট বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে বাইক থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল ও তার ৭ বছরের নাতনি। আহত হন ইকবালের মেয়ে।

খবর পেয়ে দমকল টিম ঘটনাস্থলে পৌছে দুজনের মরদেহ উদ্ধার ও আহত নারীকে হাসপাতালে নিয়ে যায়।