বিশ্বব্যাপী ফেইসবুক ব্যবহারে সমস্যা

শুধু দেশে নয়, বিশ্বব্যাপী ফেইসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে। রাত ৯টার পর থেকে ছবি দেখা ও আপলোডসহ বেশ কিছু ফিচার কাজ করছে না।

শুধু জনপ্রিয় এ সামাজিক মাধ্যম নয়, তাদের মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রাম এবং বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াইটস অ্যাপ ব্যবহারেও সমস্যা দেখা দিয়েছে।

বাংলাদেশে ফেইসবুকে লগইন করা গেলেও ছবি দেখা যাচ্ছে না। ইনবক্সের যোগাগোগও ধীরগতির হয়ে পড়েছে।

বিশ্বের অন্যান্য স্থানেও এমন সমস্যা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সাময়িকভাবে কোথাও ডাউনও ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

কারিগরি ক্রুটির কারণেই এমনটি হয়েছে বলে মন্তব্য বিশ্লেষকদের। পুরোপুরি বন্ধ না হলেও ছবি কিংবা ভিডিও দেখা কিংবা আপলোড হচ্ছে না। অনেক ক্ষেত্রে এরর দেখাচ্ছে।

ফেইসবুকের ওয়েব কিংবা অ্যাপ উভয় প্লাটফর্মেই এমন সমস্যা দেখা দিয়েছে।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মুহূর্তেই ফেইসবুকসহ অন্যান্য মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

ডাউন ডিটেকটরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বজুড়ে এ বিভ্রাট দেখা দিয়েছে।