ভাটিয়ারিতে দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিলো সোনার বাংলা

চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকলের কারণে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে আরেকটি সচল ইঞ্জিন সংযুক্ত করার পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, আরেকটি সচল ইঞ্জিন যুক্ত করার পর দুই ঘন্টা দেড়িতে ছেড়ে যায় ট্রেনটি।