কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত অন্তত ৩৮

ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩৮ জন। বুধবার সকালের দিকে কিশতওয়ার থেকে জম্মুতে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। এরপর কাশ্মীরের দোদা জেলায় খাদে পড়ে যায় সেটি।
হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫০ মিটার নিচে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। এতে ৩৮ যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিকভাবে ২০ যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছিল। তবে পরে মৃতের সংখ্যা আপডেট করে ৩৮ করা হয়।
এখনো উদ্ধারকাজ চলছে। তবে খাদ অনেক গভীর হওয়ায় উদ্ধারকাজে বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারী দলকে। তারই মধ্যে যাত্রীদেরকে উপরে তোলার চেষ্টা চলছে। এদিকে দোদায় পুলিশ কন্ট্রোলরুম থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, একটি যাত্রীবাহী বাস কিশতওয়ার থেকে জম্মু যাওয়ার পথে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দোদা জেলার কাছে খাদে পড়ে যায়।

বাসটি ২৫০ মিটার গড়িয়ে নিচের অপর একটি রাস্তায় পড়ে। এতে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।