কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
২ জুলাই মঙ্গলবার টেকনাফ কোস্টগার্ড বাহিনীর মিডিয়া উইং মিরাজ আহমেদ এক মেইল বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) দিনগত রাত ২টায় কোস্টগার্ডের সদস্যরা উখিয়ার মেরিন ড্রাইভ ইনানী ছোটখাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
উদ্ধার হওয়া বন্দুক ও কার্তুজ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।উখিয়া থানার ওসি মোঃআবুল খায়ের বন্দুক ও কার্তুজ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন এ প্রতিবেদককে।