নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হাটহাজারী সরকারী কলেজ ক্যাম্পাস

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাস। সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে ২০১৯-২০২০ শিক্ষাবের্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবগত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম-২০১৯ সম্পন্ন হয়েছে। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মির কফিল উদ্দীন। এতে মোটিভেশনাল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা গ্রহনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন মানবসম্পদে পরিনত হবে। তারাই দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। মাদক থেকে দূরে থাকবে। মাদকাসক্তির বিরুদ্ধে তোমাদের রুখে দাঁড়াতে হবে। পরিবারের প্রতি তোমাদরে দায়িত্ব রয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হবে। এমন কোনো কাজ করবে না, যাতে পরিবারকে ছোট হতে হয়। নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলবে। যাতে বাংলাদেশী হিসেবে আমরা গর্ব করতে পারি। পৃথিবীর বহু দেশের তুলনায় আমাদের দেশে আমরা শান্তিতে বসবাস করি।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ তসলিম উদ্দীন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. ফয়জুল হক, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জহির উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবু মুছা মো. মামুন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আহসান চৌধুরী, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জয়নুল আবেদীন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা নারগিস সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আলফাজ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং চট্টগ্রাম জেলায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারকারী দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিবি জয়নব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের সিনিয়র শিক্ষার্থীরা। উৎসবমুখর পদচারণার মধ্য দিয়ে নবগত শিক্ষার্থীরা হাটহাজারী সরকারি কলেজকে শ্রেষ্ঠ কলেজে পরিনত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।#