পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে উন্মোচন করা হয় গ্যালাক্সি ফোল্ড

গ্যালাক্সি ফোল্ড নিয়ে মুখ খুলেছেন স্যামসাংয়ের ইলেক্ট্রনিক ডিভাশনের সিইও ডিজে কোহ।

এক প্রেস ইভেন্টে তিনি জানান, তার সিদ্ধান্তেই ফোনটি পুরোপুরি প্রস্তুত হওয়ার আগে উন্মোচন করা হয়। এরপরের ঘটনাটি তার জন্য বেশ বিব্রতকর ছিলো বলেও জানান তিনি।

আসলে কী ঘটেছিল তা বিস্তারিতভাবে জানা যায়নি। তবে অন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির চেয়ে এগিয়ে থাকতেই তাড়াহুড়া করেছিল স্যামসাং।

গত এপ্রিলে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার আগে সেটি রিভিউ করতে গিয়ে অনেক রিভিউয়ারই জানান, স্ক্রিন প্রোটেক্টর খোলার ফলে ডিভাইসটির স্ক্রিন ভেঙে যাচ্ছে। রিভিউয়ারদের নেতিবাচক রিভিউয়ের পর স্থগিত করা হয়েছে গ্যালাক্সি ফোন্ডের লঞ্চিং ইভেন্ট। ২ হাজার ডলার দামের ফোনটি কবে নাগাদ আসবে তা নিয়ে স্যামসাং এখনো কিছু জানায়নি।

তবে আরেক ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ১০ কবে আসছে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্যামসাং। প্রেস কনফারেন্সের জন্য সবাইকে আমান্ত্রণপত্রও পাঠানো শুরু করেছে তারা। আগামী ৭ আগস্ট নিউইয়র্কের বারক্লেস সেন্টারে উন্মোচন করা হবে ফোনটি। গত বছর একই জায়গায় উন্মোচন করা হয়েছিল গ্যালাক্সি নোট ৯।