দু’জন বিচারপতির বিরুদ্ধে রেফারেন্স দেয়ার বিরুদ্ধে মঙ্গলবার কালোদিবস পালন করবে পাকিস্তান বার কাউন্সিল (পিবিসি)। ওই দু’জন বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের কাজী ফয়েজ ইসা এবং সিন্ধু হাইকোর্টের বিচারপতি কে কে আগা। মঙ্গলবার তাদের বিরুদ্ধে আনীত রেফারেন্সের শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। এ সময় সহমর্মিতা বা ভ্রাতৃত্ব প্রকাশ করতে সেখানে উপস্থিতি নিশ্চিত করতে পাকিস্তানের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছে পিবিসি। এ খবর দিয়েছে অনলাইন ডন।
পিবিসির প্রেসিডেন্ট আমানুল্লাহ কানরানি রোববার একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ওই দু’জন বিচারকের বিরুদ্ধে রেফারেন্সের শুনানি হবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চে। এদিনকে কালোদিবস হিসেবে পালন করতে বিভিন্ন বার কাউন্সিল ও বার এসোসিয়েশনের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এতে আরো বলা হয়েছে, আইনজীবীরা এদিন কালো বাহুবন্ধনী পরবেন এবং সঙ্গে আনবেন কালো পতাকা।
সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত দেখে পিবিসি পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানানো হয় এতে। আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার জন্যও আহ্বান জানিয়েছেন আমানুল্লাহ কানরানি। বলেছেন, এক্ষেত্রে কেউ যেন পদ মর্যাদার পার্থক্যকে বড় করে না দেখেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে, কিছু আইনজীবী ও বিভিন্ন বিভাগের প্রধানদের লোভনীয় পদ প্রস্তাব করা হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি আদালতের নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে, যথাযথ নিয়মে। যদি বিচারকদের আত্মীয়, আইনজীবীদের সংগঠনের অফিস-বিয়ারারকে নিয়োগ দেয়া হয় বড় পদে তাহলে স্বচ্ছতার প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হবে।
বিচারপতি ফয়েজ ইসার বিরুদ্ধে রেফারেন্সে সরকার অভিযোগ করেছে, তার স্ত্রী ও সন্তানদের নামে বিদেশে সম্পত্তির উৎস সম্পর্কে জানানো হয় নি। তাই সুপ্রিম কোর্টের উচিত এসব বিষয়ে তদন্ত করা। তদন্ত করে দেখা উচিত এসব সম্পত্তি অর্থ পাচারের মাধ্যমে অর্জন করা হয়েছে কিনা। সরকার আরো বলেছে, বিচারপতি ইসা তার স্ত্রী ও সন্তানদের নামে বিদেশে সম্পত্তি থাকার কথা গোপন করে আয়কর আইনের কয়েকটি ধারা লঙ্ঘন করেছেন। অন্যদিকে বিচারপতি কে কে আগার বিরুদ্ধে রেফারেন্সে বলা হয়েছে, যদিও তিনি ২০১৮ সালে তার বিদেশি সম্পদের বিষয়টি ঘোষণা করেছেন, তবে তার মূল্য কত তা তিনি প্রকাশ করেন নি।