পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করায় জিপিএইচ ইস্পাত লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (০১ জুলাই) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
এ জরিমানার অর্থ ১০ জুলাইয়ের মধ্যে পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা মসজিদ্দ্যা এলাকায় জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ কারখানার জন্য ১ দশমিক ৬৫ একর পুকুর ভরাট করায় এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয়েছে। সোমবার শুনানি শেষে জিপিএইচ ইস্পাত লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।











