গার্লস ট্রিপে পরিণীতি

বিয়ের এক মাসও হয়নি। এর মধ্যেই স্বামীকে ফেলে মালদ্বীপের সৈকতে পাড়ি দিয়েছেন পরিণীতি চোপড়া। সেখানে আবার কালো বিকিনি টপে উষ্ণতা ছড়াচ্ছেন এই নায়িকা। তবে প্রশ্ন উঠছে তার এমন ছবি কে তুলছেন? স্বামী ছাড়া তার সঙ্গে কে আছেন এমন মধুর সময়ে। বিয়ের পর হানিমুন যাওয়ার কথা ছিল তার। আর ঠিক এ সময়ে গার্লস ট্রিপে গিয়েছেন পরিণীতি। আর ইনস্টাগ্রাম স্টোরিতে চায়ের কাপ ধরা হাতের ছবি দিয়ে এ কথাই জানিয়েছেন। আর সৈকতের ধারেই সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে পরিণীতির ছবি তুলেছেন তার ফটোগ্রাফার ননদ। স্বামী নয় ননদের সঙ্গেই এই গার্লস ট্রিপে গিয়েছেন বলিউডের ‘ইশকজাদে গার্ল’। চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়।

অল্প দিনের মধ্যেই আংটিবদল করে ফেলেন দু’জনে। ১৩ই মে দিল্লির কাপুরথালা হাউজে হয়েছিল আয়োজন। গত মাসের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব। নাচতে নাচতে দু’জনে গিয়েছিলেন মণ্ডপে। এমন ভিডিও দেখা গিয়েছে। বিয়ের মণ্ডপে প্রেম প্রকাশে কোনো কার্পণ্য করেননি ‘বিন্দাস ব্রাইড’ পরিণীতি। যখনই ইচ্ছে হয়েছে, ভালোবাসার চুম্বন উপহার দিয়েছেন রাঘবকে। বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। দিল্লি পৌঁছে অবশ্য হলুদ রঙের চুড়িদার পরেন পরিণীতি। রাঘবের পরনে তখন ছিল পাঞ্জাবি আর হাফকোর্ট। তারকা যুগলের রিসেপশন এখনো হয়নি।