উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক শ্রেণির ভূমিকা প্রয়োজন: মেয়র রেজাউল

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক শ্রেণির ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী। শনিবার জাতীয় শ্রমিক লীগের ৫৪তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আজীবন শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষার রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি উন্নতিলাভ করেছে শ্রমিক শ্রেণি। তাই  আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শ্রমিক শ্রেণিকে ভূমিকা রাখতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, নগর মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লায়লা আক্তার এটলী, অগ্রণী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক গাজী জসিম, মোস্তফা কামাল টিপু, সাজ্জাদ হোসেন ও এরশাদুর রহমান।