প্রবাসীদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন ব্যারিস্টার মনোয়ার

লন্ডনে “অদম্য এক মনোয়ার হোসেন” অনুষ্ঠানে বক্তারা

ক্তরাজ্যের প্রখ্যাত বৃটিশ/বাংলাদেশী আইনজীবী বাংলাদেশে ১৯৮৩ থেকে ১৯৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র-গণ-আন্দোলন, জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রুপকার, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও যুক্তরাজের কমিউনিটি সেবায় নিবেদিতপ্রাণ বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যারিস্টার মনোয়ার হোসেনের জীবন ও কর্মকান্ড নিয়ে শাহরিয়ার খালেদ সম্পাদিত ‘অদম্য এক মনোয়ার হোসেন’ শীর্ষক সম্মাননা গ্রন্থের “দ্বিতীয় সংস্করণ” এর প্রকাশনা গতকাল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে । বৃটিশ-বালাদেশ ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট টেলিভিশন উপস্থাপক এবং সাংস্কৃতিক সংগঠক উর্মি মাজহার । অনুষ্ঠানটি পরিচালনা করেন বার্কিং এন্ড ডেগেনহাম বারার কাউন্সিলর সৈয়দ ফিরোজ গানি । এতে আলোচনায় অংশ নেন যথাক্রমে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা সৈয়দ আল ফারুক, বাংলাদেশ সরকারের সাবেক সচিব শাহ আমিনুল হক, ঢাকার বিশিষ্ট চিকিৎসক কার্ডিয়লজিস্ট প্রফেসর সাবিনা হাসেম, ব্যারিস্টার মনিরুল আলম মঞ্জু, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ইসহাক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ইউকের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহমত আলী, ডা: লকিয়ত উল্লাহ, আখতারুল আলম, লুনা তানজিনাসহ অনেকে। অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন ও তাঁর পেশাগত সামাজিক রাজনৈতিক মানবিক কর্মকাণ্ড সম্পর্কে এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় । অনুষ্ঠানের বক্তারা ব্যারিস্টার মনোয়ারের পেশাগত জীবনে স্বচ্ছতা, সততার পাশাপাশি তার মানবিক এবং রাজনৈতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন তিনি হাজার হাজার বাংলাদেশি পরিবারকে যুক্তরাজ্যে স্হায়ী হতে অক্লান্তভাবে দুই যুগ ধরে সাহায্য করেছেন। তারা আরও বলেন, ভবিষ্যৎ বংশধররা এই বইটি পড়ার মাধ্যমে উপকৃত হবেন এবং তারা অনেক কিছু জানতে পারবেন।