নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বাকলিয়ার মাস্টারপুল এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচারণা চালান মাস্টারপুল, বউবাজার, ইসহাকের পুল, আলী স্টোর বিল্ডিং, ময়দার মিল মোড়, চাক্তাই স্কুল মাঠ এলাকায়।
বিকেল তিনটা থেকে এ ওয়ার্ডের অন্যান্য জায়গায় প্রচারণা চালাবেন বলে জানান নওফেলের সঙ্গে প্রচারণায় থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দিন।
নওফেল এর সঙ্গে প্রচারণায় অংশ নেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, আওয়ামী লীগ নেতা বখতেয়ার ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা এমআর আজিম, খলিলুর রহমান নাহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিম উদ্দিন মহিম প্রমুখ।