নার্স তানজিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স তানজিনা আক্তারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) সকাল ১১টায় প্রবর্তক মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নার্সিং কলেজের শিক্ষক রোমানা আক্তার, হেলথ সার্ভিস ফোরামের সংগঠক ডা. রত্না বৈষ্ণব তনু, স্বাধীনতা নার্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রতন কুমার নাথ, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

গত ২০ জুন সকালে বখাটে আরমান ইসলাম জীবন (১৯) এর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তানজিনা।

২৭ জুন বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন তার মৃত্যু হয়।