নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার করলে শাস্তির হুঁশিয়ারি

মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময় কেউ মা ইলিশ ধরা ও কেনা-বেচার সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে এ অভিযান সফল করতে জেলেদের সঙ্গে এক মতবিনিময় সভা করে নৌপুলিশ বরিশাল অঞ্চল। এতে ডিআইজি মো. মিজানুর রহমান জেলেদের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে এর সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না – এটাই হোক সবার অঙ্গীকার ‘

মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে সরকার নির্ধারিত এ সময়ে সবার সহযোগিতা কামনা করেন নৌপুলিশের ডিআইজি। এছাড়া অভিযান চলাকালে জেলেরা যাতে মাছ শিকারে না নামে, সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।

জেলা নৌপুলিশ সুপার মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ূন কবির, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রমুখ।