কৃষি পণ্যের ভালো মূল্য পাচ্ছেন কৃষকরা: কৃষিমন্ত্রী

কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ভালো মূল্য পাচ্ছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার জাতীয় সংসদে মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সব ক্ষেত্রেই সঠিক নয়। মাড়াইকালে একসঙ্গে বেশি পণ্য বাজারজাত করায় পণ্যের মূল্য কিছুটা কম থাকে। পণ্যের মান কিছুটা কম থাকায়ও এমনটি হয়।
‘তবে সংগ্রহের পর পরিচর্যা ও সংরক্ষণ করে মূল্য বৃদ্ধির পর বিক্রি করে অনেক কৃষক লাভবান হন। চলতি বছর আলু, শাক-সবজি ও ফল-মূল ইত্যাদির ক্ষেত্রে ভালো মূল্য পাচ্ছেন।’

মন্ত্রী আরও জানান, গত ১০ বছরে ৬৯ হাজার ৬২৪ জন কৃষকের ৭৫ হাজার ৭৪০ মেট্রিকটন শস্য সংরক্ষণের বিপরীতে ১২২ কোটি ২২ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে।