রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ফজলে করিম চৌধুরীর বিকল্প নেই

শফিউল আলম,সংবাদদাতা রাউজান: সন্ত্রাসমুক্ত রাউজান ও রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ফজলে করিম চৌধুরীর বিকল্প নেই । আগামী সংসদ নির্বাচনে আবারো এবি এম ফজলে করিম চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করে সন্ত্রাসমুক্ত রাউজান ও রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে । রাউজানকে আবারো সন্ত্রাসের জনপদ বানাতে ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠেছে । এই সব ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেও সজাগ থাকতে হবে । গতকাল ২৪ সেপ্টেম্বর রবিবার সকালে রাউজানের ৭নং রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব একথা বলেন। রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সারজু মোহাম্মদ নাসেরের সঞ্চলনায় রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ে অনুষ্টিত বধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুমন দে,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। বধিত সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুল আমিন, সহ সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী, ফজলুল করিম আওয়ামী লীগ নেতা সুমন কল্যান বড়ুয়া, সাংবাদিক খোরশেদুল আলম শামিম, মঈন উদ্দিন কাদের লাভলূ. মেম্বার প্রবাস কল্যান বড়ুয়া, আবদুল নবী, ফোরকান. আলহাজ¦ শফি, নুরুল আলম, আবদুস সালাম, আবদুল নবী, জহির উদ্দিন, প্রভাত পাল কালু, আবু তাহের, হাবিবুল জাকেরিয়া রাসেল প্রমুখ ।