টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন।
নিহতরা হত্যা ও একাধিক মাদক মামলার আসামি ছিলেন বলে দাবি পুলিশের। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা বালিকা বিদ্যালয়ের পেছনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার (মন্ডল পাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশ বাইট্টা মাদুর ছেলে হাতকাটা আব্দুর রহমান (২৮) ও আব্দুস সালাম (২৬)।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, দুই ভাইকে গ্রেফতারে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশের এসআই কামরুজ্জামান, কনস্টেবল হেলাল, মো. রাসেল আহত হন। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসী ও মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, সাত রাউন্ড তাজা কার্তুজ, ১২ রাউন্ড খালি খোসা, দুটি কিরিচ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।