দীপন হত্যা: আনসার সদস্য আবদুল্লাহ রিমান্ডে

জুলহাজ-তনয় হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের পর এবার প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় পুলিশ রিমান্ডে পেয়েছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের (এবিটি) শূরা সদস্য শেখ আব্দুল্লাহকে।

দীপন হত্যামামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমানের আবেদনে রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল ইসলাম এই আসামির ছয় দিন রিমান্ডের এ আদেশ দেন।

গত ১৭ জুলাই আবদুল্লাহকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর তাকে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এরা হলেন- মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম।

হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।