স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বানরটি অবশেষে মারা গেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শকে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা বানরটি অবশেষে মারা গেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে বানরটি মারা যায়।

এ বিষয়ে জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) থেকে বানরটি খাওয়া বন্ধ করে দেয়। এরপর দুর্বল হতে থাকে। পরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বানরটি মারা যায়।

তিনি আরও বলেন, বানরটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল। গতকাল থেকে শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বানরটি আসলে এটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর ৩ সেপ্টেম্বর বৈদ্যুতিক শকে আহত বানরটি দ্বিতীয় দিনের মতো হাসপাতালে আসে। ঐদিন বিকেলে বানরটির ক্ষতস্থান ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া হয়।

পরে বানরটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়।